ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

মেহেরপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বৃহস্পতিবার, ২৫ মে ২০১৭ , ০১:৩৭ পিএম


loading/img

মেহেরপুরে কামাল হোসেন নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত কামাল হোসেন ষোলটাকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও ষোলটাকা গ্রামের মৃত আব্দুস সাত্তার জোয়ার্দ্দারের ছেলে। 

বিজ্ঞাপন

গাংনী থানার ওসি আনোয়ার হোসেন বলেন, নিহত কামাল হোসেনের বড় ভাই আব্দুল হান্নানের জামাতা একই গ্রামের মাজেদুল ইসলামের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ খবর পেয়ে কামাল হোসেন গাংনী থেকে বাড়ি ফিরছিলেন। কাছাকাছি পৌঁছলে তার উপর হামলা চালায় মাজেদুল ইসলাম ও তার পক্ষের লোকজন। হামলাকারীদের আটকে পুলিশের অভিযান শুরু হয়েছে। 

তিনি আরো বলেন, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মোটরসাইকেল থেকে মাটিতে পড়েন কামাল হোসেন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সজিব উদ্দীন স্বাধীন জানান, কামাল হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

বিজ্ঞাপন
Advertisement

আর/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |